কলকাতা

রাজ্যের সব ঝুলন্ত সেতুর স্বাস্থ্য রিপোর্ট তলব নবান্নের

গুজরাতের ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় উত্তাল সারা দেশ। প্রধানমন্ত্রীর রাজ্যে তাঁর উপস্থিতিতেই এমন ঘটনা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। আর সেই ঘটনা দেখে সাবধানী হওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। সেই পদক্ষেপেই এ বার রাজ্যের সব ঝুলন্ত সেতুর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তলব করল নবান্ন। মূলত পার্বত্য এলাকাতেই এই ধরনের ঝুলন্ত সেতু রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া তো বটেই, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় এই ধরনের ঝুলন্ত সেতু রয়েছে। রিপোর্টে জানাতে বলা হয়েছে, কোন জেলায় কত সংখ্যায় ঝুলন্ত সেতু রয়েছে। বর্তমানে তাদের অবস্থা ঠিক কী? জেলা প্রশাসনকে দ্রুত এই রিপোর্ট দিতে বলা হয়েছে। গুজরাতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা না ঘটে, সে দিকে তাকিয়েই প্রশাসনের এমন রিপোর্ট তলব বলে মনে করা হচ্ছে।