দেশ

তোলাবাজির অভিযোগে মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে মামলা দায়ের

মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং-এর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে মামলা দায়ের করা হল ৷ মেরিন ড্রাইভ থানায় মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী ৷ ওই এফআইআর-এ মোট ৮জনের নাম রয়েছে ৷ তাঁদের মধ্যে ৬ জনই পুলিশের আধিকারিক৷ এই ঘটনায় এখনও পর্যন্ত দু‘জন সাধারণ নাগরিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ ৷