কলকাতা

কলকাতা হাইকোর্টে অচলাবস্থা অব্যাহত, বিচারপতি মান্থার এজলাসে একাধিক মামলার শুনানি থমকে

কলকাতা হাইকোর্টে এখনও অব্যাহত অচলাবস্থা। বয়কট বহাল রয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। তবে শুক্রবার বিচারপতির এজলাসের বাইরে কেউ বিক্ষোভ দেখায়নি। যদিও কোনও সরকারি আইনজীবী তার এজলাসে ওঠা কোনও মামলাতেই অংশ নেননি। প্রায় ৩০টি মামলার শুনানিতে সরকারি আইনজীবী অনুপস্থিত ছিলেন।  এদিন বার কাউন্সিল অব ইন্ডিয়ার প্রতিনিধিদলের হাইকোর্টে আসার সম্ভাবনা রয়েছে। দিল্লির কয়েক জন আইনজীবী কলকাতা হাইকোর্টের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিচারপতি মান্থার এজলাস বয়কট এবর পরবর্তীতে ঘটে যাওয়া বিশৃঙ্খলা নিয়ে কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন একদল আইনজীবী। এরপরই বার কাউন্সিল অব ইন্ডিয়া প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এতেই পরিষ্কার, হাইকোর্টে আইনজীবীদের একাংশের আচরণে তারাও যথেষ্ঠ ক্ষুব্ধ।