কামদুনি গণধর্ষণ মামলায় ফাঁসির নির্দেশ রদ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তিনজনের ফাঁসির সাজা রদ করা হল। বদলে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবেন সইফুল আলি মোল্লা, আনসার আলি মোল্লা৷ অন্যদিকে, ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলিকে জেলমুক্ত করল আদালত। গণধর্ষণ কাণ্ডের অন্য অভিযুক্ত ভোলা নস্কর, আমিনুর ও ইমানুরের সাজাও কমানো হল। আমৃত্যু কারাদণ্ডের বদলে ১০ বছর সাজার নির্দেশ দিল বেঞ্চ। ১০ হাজার টাকার বিনিময়ে জেলমুক্ত ৩ জন। অর্থাৎ, ৬ দোষী সাব্যস্তের মধ্যে ১ জনকে বেকসুর খালাস করল আদালত৷ রায় শুনে ক্ষুব্ধ নির্যাতিতার পরিবার৷ এজলাসের বাইরে তুমুল হট্টগোল৷
২০১৩ সালের ৭ জুন উত্তর ২৪ পরগনার কামদুনিতে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার ঘটনা ঘটে। ১০ বছর আগে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য৷