কলকাতা

কামদুনির গণধর্ষণ ও খুন কাণ্ডে ফাঁসির সাজা রদ করল হাইকোর্ট

কামদুনি গণধর্ষণ মামলায় ফাঁসির নির্দেশ রদ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তিনজনের ফাঁসির সাজা রদ করা হল। বদলে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবেন সইফুল আলি মোল্লা, আনসার আলি মোল্লা৷ অন্যদিকে, ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলিকে জেলমুক্ত করল আদালত। গণধর্ষণ কাণ্ডের অন্য অভিযুক্ত ভোলা নস্কর, আমিনুর ও ইমানুরের সাজাও কমানো হল। আমৃত্যু কারাদণ্ডের বদলে ১০ বছর সাজার নির্দেশ দিল বেঞ্চ। ১০ হাজার টাকার বিনিময়ে জেলমুক্ত ৩ জন। অর্থাৎ, ৬ দোষী সাব্যস্তের মধ্যে ১ জনকে বেকসুর খালাস করল আদালত৷ রায় শুনে ক্ষুব্ধ নির্যাতিতার পরিবার৷ এজলাসের বাইরে তুমুল হট্টগোল৷

২০১৩ সালের ৭ জুন উত্তর ২৪ পরগনার কামদুনিতে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার ঘটনা ঘটে। ১০ বছর আগে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য৷