কলকাতা

পরবর্তী শুনানি পর্যন্ত ইডির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, সন্দেশখালির কাণ্ডে নির্দেশ হাইকোর্টের

পরবর্তী শুনানির দিন পর্যন্ত ইডি বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়। সন্দেশখালিকাণ্ডে ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে জানিয়ে দিল হাইকোর্ট। এদিন আদালতে ইডির আইনজীবী সওয়াল করেন, “একটা ঘটনায় ৪টে এফআইআর হয়েছে। তার মধ্যে একটা আমাদের বিরুদ্ধে। সেটার কপি পাচ্ছি না।” এদিন আদালতে রক্ষাকবচের আবেদন জানান ইডির আইনজীবী। যার পরিপ্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, এই মুহূর্তে ইডির বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ না নেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি সোমবার। ওদিকে এদিন রাজ্যের তরফে আদালতে দাবি করা হয় যে, ইডি পুলিসকে না বলে তল্লাশিতে গিয়েছিল।  এর পাশাপাশি সন্দেশখালিকাণ্ডে এদিন হাইকোর্টে আরও একটি মামলা দায়ের করেছে ইডি। সন্দেশখালিকাণ্ডে এফআইআর খারিজের দাবি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে এনফোর্সমেন্ট ডাইরেকটরেট। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। মামলার দ্রুত শুনানির আবেদনও জানিয়েছে ইডি।