দেশ

উত্তরপ্রদেশে ২টি পৃথক দুর্ঘটনায় মৃত ১১ 

উত্তরপ্রদেশের সম্ভল এবং উন্নাও জেলায় দুই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোট ১১ জন প্রাণ হারিয়েছেন ৷ শুক্রবার দুটি দুর্ঘটনায় এতজনের মৃত্যুতে শোকস্তব্ধ দুই জেলা ৷ মর্মান্তিক দুর্ঘটনার একটি ঘটেছে সম্ভলে ৷ এক দ্রুতগামী গাড়ি দেওয়ালে গিয়ে ধাক্কা মারলে বর সহ মোট আটজন ঘটনাস্থলেই প্রাণ হারান ৷ নিহতদের মধ্যে একজন মহিলা এবং তিনজন শিশু রয়েছে । বিয়ের মিছিল নিয়ে সকলে বদায়ুন যাচ্ছিলেন বলে জানা গিয়েছে । জুনাওয়াই থানা এলাকার ইন্টার কলেজের দেওয়ালের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে খবর । ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আধিকারিকরা দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ পাশাপাশি আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় । দুর্ঘটনার বিষয়ে এএসপি অনুকৃতি শর্মা জানান, জুনাওয়াইতে একটি বোলেরো গাড়ি দ্রুতগতিতে জনতা ইন্টার কলেজের দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে ৷ ওই গাড়িতে বরও ছিল । খবর পেয়ে প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু হয় । যার মধ্যে পাঁচজনকে মৃত অবস্থায় জুনাওয়াই হাসপাতালে আনা হয় । এদের মধ্যে রয়েছে সুখরাম দুলহার, ছেলে সুরজ (24), তাঁর শ্যালিকা আশা (26), তাঁর মেয়ে ঐশ্বর্য (2), শচীন (22), গণেশ (1), কোমল (18), মধু (20) এবং চালক রবির (28) মৃত্যু হয় । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই গাড়িতে মোট 10 জন ছিলেন। ঘটনাস্থলেই পাঁচজনের এবং হাসপাতালে তিনজনের মৃত্যু হয় । শুক্রবার সন্ধ্যায় উন্নাওতে কানপুর-লখনউ জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। শেখপুর নারি কাটের কাছে একটি পিকআপ এবং একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে একটি অনিয়ন্ত্রিত ট্রাক । দুর্ঘটনায় পিকআপটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে যায় । বাইক আরোহী ছিটকে পড়ে যান রাস্তায় । দুর্ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছেন বলে খবর । পথচারী এবং কোতোয়ালি সদর ইনচার্জ অবনীশ সিং ঘটনাস্থলে পৌঁছে আহতদের জেলা হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয় ৷ মোহিনী ও বাবুরাম নামে দুজন গুরুতর আহত হয় । ঘটনার বিষয়ে উন্নাও সিও সিটি সোনম সিং বলেন, “সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন, যার মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত। গুরুতর আহতদের কানপুরে রেফার করা হয়েছে। আহতদের একজনের চিকিৎসা উন্নাও জেলা হাসপাতালে চলছে। দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলি রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল ফের শুরু হয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা নিচ্ছে।”