দেশ

রাতভর এনকাউন্টারের খতম জঙ্গি, আহত ৩ জওয়ান সহ এক নাগরিক

 রাতভর এনকাউন্টারে খতম হল এক হিজবুল মুজাহিদিন কম্যান্ডার ৷ এর সঙ্গে ৩ জন জওয়ান এবং একজন নাগরিক জখম হয়েছেন ৷ এনকাউন্টারটি হয় জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে, শনিবার জানিয়েছে পুলিশ ৷ আইজিপি কাশ্মীর বিজয় কুমার টুইট করে লিখেছেন, “নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কম্যান্ডার এইচএম নিসার খান্ডায় মারা গিয়েছে ৷ তার কাছ থেকে অস্ত্রশস্ত্র, 01একে রাইফেল উদ্ধার করা হয়েছে ৷ অপারেশন চলছে ৷” শুক্রবার বিকেল নাগাদ অনন্তনাগের ঋষিপোরা এলাকায় এনকাউন্টার শুরু হয়, জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র ৷