দেশ

রংপোয় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬, আহত ১৫ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনার কবলে শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী যাত্রীবাহী বাস। মৃত ৪, আহত হয়েছেন ১৫ জন যাত্রী। গুরুতর জখম অনেকে। এ দিন দুপুরে রংপোর কাছে আন্ধেরি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে গড়িয়ে তিস্তায় পড়ে। জলস্তর কম থাকায় তা নদীর পাড়েই আটকে রয়েছে। ঘটনায় ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে কালিম্পংয়ে লাভা থানার পুলিশ। মৃতদের নাম ইকবাল হাসান, গোপাল জে প্রসাদ, অজয় তামাং, জুলু কুমারি, ইন্দ্রজিৎ সিং। এক মৃত ব্যক্তির দেহ চিহ্নিত করা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। জেলা প্রশাসন সূত্রে খবর, গুরুতর জখমদের চিকিৎসার জন্য শিলিগুড়িতে পাঠানো হতে পারে। কালিম্পঙের পুলিশ সুপার শ্রী হরি পাণ্ডে বলেন, ‘এখনও পর্যন্ত ৪ জনের দেহ পাওয়া গিয়েছে। উদ্ধারকাজ চলছে।’ পরে আরও ২ জনের দেহ উদ্ধার হয়।