করোনা সংক্রমণে ফের রেকর্ড দেশে। একদিনে কোভিড-১৯ আক্রান্ত হলেন ২০,৯০৩ জন। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন ৩৭৯ জন। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ২৫ হাজার ৫৪৪ জন। মৃত মোট ১৮ হাজার ২১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৭৯ হাজার ৮৯২ জন। বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৭ হাজার ৪৩৯।


