দেশ

৫০ শতাংশ শূন্যপদ বিলুপ্তির নির্দেশিকা জারি করল রেল বোর্ড

 রেলের যেসব শূন্যপদ রয়েছে, তার ৫০ শতাংশ পোস্ট বিলুপ্ত করে দেওয়ার নির্দেশিকা জারি করল রেল বোর্ড। এক্ষেত্রে শুধুমাত্র সুরক্ষা সংক্রান্ত শূন্যপদগুলিকে ছাড় দেওয়া হবে। গত ১৯ জুন এক বিজ্ঞপ্তিতে খরচ কমাতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল রেলমন্ত্রক। সেখানে বলা হয়েছিল, সুরক্ষা সংক্রান্ত পোস্ট ছাড়া এখন আর নতুন কোনও পদ রেলে তৈরি করা যাবে না। এমনকী গত দু’বছরে যেসব নতুন পোস্ট তৈরি হয়েছে, সেগুলির উপরও নজরদারি চালাতে হবে। যদি দু’বছরে একটিও নতুন নিয়োগ না হয় ওইসব পোস্টে, তাহলে সেগুলিকেও সারেন্ডার করতে হবে।