পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন অভিনেতা তথা সাংসদ দেব। নেপাল থেকে বাংলার জেলায় ২৪৭ জন পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরালেন তিনি। এই খবর নিজেই টুইট করে প্রকাশ করেছেন দেব। আর তার জন্য তাঁর অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ। তবে এই গোটা কর্মকাণ্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া সম্ভব হতো না বলে জানিয়েছেন দেব। দেব টুইট করেছেন, ‘২০০ জনেরও বেশি শ্রমিককে নেপাল বর্ডার থেকে ঘাটালে সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এজন্য আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর টিমের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি, দার্জিলিঙের সিএস, ডিএম, গৌতম সান্যাল সহ অন্যান্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ‘