দেশ

সহকর্মী এবং ৩ মুসলিম যাত্রীকে হত্যার পর আরপিএফ কনস্টেবল বললেন, ‘যদি হিন্দুস্তানে থাকতে চান তাহলে যোগী ও মোদিকে ভোট দিন’!

জয়পুর-মুম্বাই ট্রেনে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল চেতন সিংকে গুলি করে হত্যা করা চারজনের মধ্যে তিনজনই মুসলমান। হত্যাকারী এই কাজটি করার সময় বলেছিল, “যদি হিন্দুস্তানে থাকতে চান, তাহলে যোগী (ইউপি মুখ্যমন্ত্রী) এবং মোদিকে (প্রধানমন্ত্রী) ভোট দিন।” ঘটনাটি ঘটার পরপরই, ইন্টারনেটে ভিজ্যুয়াল দেখা যায়। ভিডিওতে স্বয়ংক্রিয় সার্ভিস রাইফেল হাতে থাকা অভিযুক্ত আরপিএফ কনস্টেবলকে বলতে শোনা যায়: “আগার ভোট দেনা হ্যায়, হিন্দুস্তান মে রাহনা হ্যায়, মোদি অর যোগিকে… ইয়াহি দো হ্যায় (যদি হিন্দুস্তানে থাকতে চান, যোগীকে ভোট দিন) ইউপি মুখ্যমন্ত্রী) এবং মোদি (প্রধানমন্ত্রী)। তিন মৃত যাত্রীর নাম আবদুল কাদিরভাই মহম্মদ হুসেন ভানপুরওয়ালা (৪৮), আখতার আব্বাস আলী (৪৮) এবং সদর মহম্মদ হুসেন এবং গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তার নাম সহকারী উপ-পরিদর্শক (এএসআই) টিকা রাম মীনা। টিকা রাম মীনা আদিবাসী সম্প্রদায়ের লোক।