ক্রাইম দেশ

অনলাইনে শিশুদের নিয়ে কারা যৌন ব্যবসা, বিশেষ অভিযানে তেলেঙ্গানায় গ্রেপ্তার আইআইটির স্নাতক সহ ১৫

অনলাইনে শিশুদের নিয়ে কারা যৌন ব্যবসা চালাচ্ছে তার খোঁজ চালাচ্ছিল পুলিশ। এই নিয়ে চলা বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১৫ জনকে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের তালিকা দেখে চমকে উঠেছে পুলিশও। কারণ, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে আছেন এক যান আইআইটির স্নাতক। এই তালিকায় আছেন একজন ইঞ্জিনিয়ারিং স্নাতকও। এই ঘটনা তেলেঙ্গানার। তেলেঙ্গানা রাজ্যের সাইবার সিকিউরিটি ব্যুরোর ডিরেক্টর শিখা গোয়েল জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই এই নিয়ে অভিযোগ আসছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাজ্য জুড়ে বিশেষ অভিযান চালানো হয়। ওই অভিযানেই গ্রেপ্তার করা হয়েছে ১৫ জনকে। তেলেঙ্গানা সাইবার সিকিউরিটি ব্যুরোর শিশু সুরক্ষা ইউনিট জানিয়েছে,শিশুদের উপর যৌন নির্যাতনের ভিডিয়ো অনলাইনে দেওয়া হতো। এই নিয়ে ৫৭টি সাইবার টিপলাইন অভিযোগের সঙ্গে যুক্ত ৩৪টি এফআইআরের ভিত্তিতেই বুধবার রাজ্যব্যাপী একটি বিশেষ অভিযান হয়। এই অভিযানেই হায়দারাবাদ,করিমনগর, ওয়ারাঙ্গল-সহ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ১৫ জনকে। তাদের বেশির ভাগই শিক্ষিত এবং বয়স ২০-এর কোঠায়। তাদের শিকার ছিল মূলত ৬ থেকে ১৪ বছর বয়সি শিশুরা। শিখা গোয়েল জানিয়েছেন, গত চার মাসে শিশু সুরক্ষা নিয়ে তাদের কাছে ২৯৪টি এফআইআর জমা পড়ে। এর ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ১১০ জনকে। তবে, গত দুই বছরেশিশু যৌন নির্যাতনের বিষয়বস্তু নিয়ে ছবি এবং ভিডিয়ো আপলোড, ব্রাউজিং, শেয়ার করার অপরাধে জড়িতদের বিরুদ্ধে মাত্র ৩৭টি এফআইআর এবং ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর,এর সঙ্গে যারা জড়িত তাদের বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের এবং শিক্ষিত। এ বার যাদের ধরা হয়েছে তাদের মধ্যে আছেন একটি নামী সফটওয়্যার সংস্থায় কর্মরত আইআইটির স্নাতক এবং চাকরি খুঁজছেন এমন এক ইঞ্জিনিয়ারিং স্নাতকও। অভিযুক্তরা নাবালিকাদের নগ্ন এবং যৌনতা বিষয়ক ভিডিয়ো অনলাইনে আপলোড করে তা ছড়িয়ে দিতেন।