কলকাতা

 ১৫ মে নয় আগামী ১৮ মে, পিছিয়ে গেল হাওড়া-পুরী বন্দে-ভারত এক্সপ্রেস উদ্বোধনের দিন

হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হওয়ার কথা ছিল আগামী ১৫ মে। কথা ছিল আগামী সোমবার ১৪টি এসি চেয়ার কার ও ২টি এক্সিকিউটিভ চেয়ার কার বিশিষ্ট এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  তবে ১৫ মে হচ্ছে না উদ্বোধন। তা হবে ১৮ মে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, প্রধানমন্ত্রীর দফতর থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। উল্লেখ্য, যাত্রাপথে ট্রেন দাঁড়াবে খড়গপুর, ভদ্রক, বালাসোর, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোডে। যাত্রাপথ মোট ৫০০ কিলমিটার। গড় গতি থাকবে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। মানে যাত্রাপথে মোট সময় প্রায় সাড়ে ৬ ঘণ্টা। জানা গিয়েছে, খড়গপুর ডিভিশন থেকে এই ট্রেন পরিচালনার কথা থাকলেও তা উদ্বোধন হবে ওড়িশা থেকে। হাওড়া থেকে ট্রেন ছাড়বে সকাল ৬টা ২০ নাগাদ। ট্রেন পুরী পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ নাগাদ। আবার পুরী থেকে ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ। হাওড়া আসবে সন্ধ্যা সাড়ে৮টা নাগাদ।