খেলা

বিরাট-রাহুলের দুরন্ত শতরান, পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে নিল ভারত

প্রথমে বিরাট কোহলি ও কেএল রাহুলে অনবদ্য ব্যাটিং। দুই তারকা ব্যাটারেরে শতরান ও ২৩৩ রানের রেকর্ড পার্টনারশিপ। তারপর কুলদীপ যাদবের স্পিনের ভেলকি। এই দুইয়ের ধাক্কায় পুরোপুরি বেলাইন পাকিস্তান। ২২৮ রানের বিশাল ব্যবধানে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে ২২৮ রানে বিশাল জয় পেল ভারত। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১২২ রান করেন বিরাট কোহলি। এছাড়া ১১১ রান করেন কেএল রাহুল। শুভমান গিল ৫৮ ও রোহিত শর্মা ৫৬ রান করেন। ৩৫৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১২৮ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন কুলদীপ যাদব। তারমধ্যে নাসিম শাহ ও হ্যারিস রউফ চোটের কারণে ব্যাট করতে পারেননি। ৩২ ওভারে ১২৮ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ২২৮ রান ম্যাচ জেতে ভারত। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।