টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে সিরিজ জয়। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে অস্ট্রেলিয়াকে হারানোর পর এ বার প্রোটিয়াসদের হারিয়ে এই প্রথমবার ঘরের মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ জিতল টিম ইন্ডিয়া। তবে এটাও ঠিক যে এই জয় বোলারদের জন্য আসেনি। দীনেশ কার্তিক যদি শেষ দিকে ক্রিজে এসে ৭ বলে ১৭ রানে অপরাজিত না থাকতেন, তাহলে ভারত এই ম্যাচ হেরেই মাঠ ছাড়ত। কারণ স্কোরবোর্ড বলছে রোহিত শর্মার দল ১৬ রানে জিতেছে। তবে তাই বলে সূর্য কুমার যাদবের ইনিংসকে উপেক্ষা করা যায় না। ফলে ডেভিড মিলার ‘কিলার’ মেজাজে ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত এবং কিউন্টন ডি কক ৪৮ বপলে ৬৯ রানে অপরাজিত থাকলেও শেষরক্ষা হল না। চতুর্থ উইকেটে ১৭৪ রান যোগ করলেও শেষরক্ষা হল না। ১৬ রানে জিতে মাঠ ছাড়ল টিম ইন্ডিয়া। সূর্য কুমার যাদবের উত্তাপে দক্ষিণ আফ্রিকা ছারখার! হায়দরাবাদ, তিরুবনন্তপুরমের পর এ বার গুয়াহাটি। বদলে গিয়েছে তারিখ। বদলে গিয়েছে ভেন্যু। প্রতিপক্ষেরও বদল ঘটেছে। তবে সূর্য নিজের মারকুটে ব্যাটিং-এ বদল ঘটাননি। আর তাই রোহিত শর্মা এবং কেএল মারকুটে মেজাজে ব্যাট করে ভিত গড়ে ফেলার পর বিরাট কোহলির সঙ্গে প্রোটিয়াসদের কচুকাটা করলেন। আর সেটাই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টিম ইন্ডিয়া জয়ের ভিত গড়ে দিল।