খেলা

জার্মানিকে হারিয়ে হকিতে ব্রোঞ্জ জয় ভারতের

অবশেষে মনপ্রীত সিং বাহিনীর হাত ধরে চার দশক পর হকিতে ভারতের ঝুলিতে এল পদক ৷ রুদ্ধশ্বাস ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারতীয় পুরুষ হকি দল ৷ সোনা, রুপোর দৌড় থেকে ছিটকে গেলেও মনপ্রীতদের খালি হাতে ফিরতে হচ্ছে না ৷ ব্রোঞ্জ পদক গলায় ঝুলিয়ে টোকিয়ো থেকে ফিরবে মনপ্রীত সিং অ্যান্ড কম্পানি ৷ এই জয়ে বৃহস্পতিবার অলিম্পিকসে ভারতের শুরুটা হল দারুণ ৷