জেলা

সাতসকালে মুর্শিদাবাদে সড়ক দুর্ঘটনায় ৪ জন মর্মান্তিক মৃত্যু, মহিলা সহ আশঙ্কাজনক আরও ২

ভয়াবহ পথ দুর্ঘটনায় চার জনের মর্মান্তিক মৃত্যু, আশঙ্কাজনক আরও দুই। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পমিয়া মোড় সংলগ্ন এলাকায়। বেহাল রাস্তার কারণেই দুর্ঘটনা অভিযোগ। প্রতিবাদে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবারেও পমিয়া গ্ৰাম থেকে বহরমপুরের দিকে কাজে যাওয়ার জন্য ছোট ডি আই গাড়িতে উঠছিলেন শ্রমিকেরা। সেই সময় পেছন দিক থেকে আরেকটি বলেরো পিক আপ গাড়ি দাঁড়িয়ে থাকা ওই ডি আই গাড়ির ড্রাইভার সহ মোট ৬ জনকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। গাড়ির চালককে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হলে, চিকিত্‍সা চলাকালীন অবস্থায় মৃত্যু হয় তার। দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চিকিত্‍সাধীন রয়েছেন এক মহিলা সহ আরও দুই জন। দুর্ঘটনার পর, ঘাতক গাড়িটি সমেত পালিয়ে যায় চালক। এরপর রাস্তা সমান করার দাবীতে প্রায় দেড় ঘন্টা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে এলে পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখানো হয়। পরে এলাকার বিধায়ক এসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।