দেশ

বিমানে আগুন, দিল্লিতে জরুরি অবরতরণ ইন্ডিগোর

বেঙ্গালুরু যাওয়ার পথে ইন্ডিগোর বিমানটিতে আগুন দেখতে পাওয়া যায়। তারপর তড়িঘড়ি সেটি অবতরণ করা হয়ে দিল্লি বিমান বন্দরে। বিমানটি দিল্লি ছেড়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই আগুন দেখা যায়। তারপরই তড়িঘড়ি বিমানটিতে আবার দিল্লি বিমান বন্দরে ফেরত নিয়ে আসা হয়। জানা গেছে, ফ্লাইট নং ৬ই-২১৩১-এর এ৩২০ এয়ারক্রাফটি তখন আকাশে ওড়ার জন্য রানওয়েতে ফুল স্পিড নিয়ে ফেলেছে। আচমকাই একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানের যাত্রীরা ভয় পেয়ে যান। তবে ১৭৭ জন যাত্রীর কেউই চোট-আঘাত পাননি। অক্ষত আছেন পাইলট সহ সাত ক্রু সদস্যও।  এই ঘটনা ঘটেছিল শুক্রবার রাত ৯.৪৫ নাগাদ। আগুন লাগতেই উড়ান বাতিল করে দেওয়া হয়। তবে সঙ্গে সঙ্গে এয়ারক্রাফট থেকে বেরতে পারেননি যাত্রীরা। তাঁরা রাত ১১টা নাগাদ বিমান থেকে নামেন। গভীর রাতের দিকে অন্য একটি বিমানে বেঙ্গালুরু পাঠিয়ে দেওয়া হয় তাঁদের। অসামরিক উড়ান নিয়ন্ত্রকের ডিরেক্টর জেনারেলের (ডিজিসিএ) তরফে জানানো হয়েছে, ইঞ্জিনের আগুন নেভাতে বিমানের অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করেন পাইলট। দেখুন সেই ভিডিও –