কলকাতা

১ নভেম্বর থেকে ‘দুয়ারে সরকার’ শিবিরেই মিলবে পাট্টা ও বিদ্যুৎ পরিষেবা

আগামী ১ নভেম্বর থেকেই ফের চালু হবে ‘দুয়ারে সরকার’। আর এই দিন থেকে সাধারণ মানুষের সুবিধার জন্য নবান্ন চালু করছে আরও দু’টি পরিষেবা। ‘দুয়ারে সরকার’ থেকেই এবারে পাট্টার আবেদন করা যাবে। আবেদন জানানো যাবে বিদ্যুৎ সংযোগের জন্য। জমা দেওয়া যাবে বিদ্যুতের বিলও। শুক্রবার নবান্ন এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে, এই পরিষেবার জন্য অতিরিক্ত কোনও চার্জ নেওয়া হবে না। উল্লেখ্য কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, ১০০ দিনের কাজ, জয় জহর সহ বিভিন্ন প্রকল্পে বিশেষ জোর দেওয়া হয়েছে। বাড়তি নজর দেওয়া হবে পাট্টা ও বিদ্যুৎ সংযোগ বা বিল জমা দেওয়ার ক্ষেত্রেও। প্রসঙ্গত, রাজ্যের এই প্রকল্প ইতিমধ্যেই অর্জন করেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিভাগে সেরার পুরস্কার। নবান্ন সূত্রে খবর, আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চালু থাকবে এই পরিষেবা। অন্যদিকে,  বাংলার বুকে নানা পুরনিগম ও পুরসভায় উন্নয়নমূলক কাজ হয়েছে। সেই সব কাজের জেরে কেন্দ্র সরকার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। কিন্তু রাজনীতির জাঁতাকলে পড়ে সেই নগরোন্নয়নের খাতেই বাংলার জন্য বরাদ্দ হওয়া ৩ হাজার কোটি টাকা আটকে আছে বলে দাবি করেছে নবান্ন। অথচ ওই একই খাতে দেশের বিজেপি শাসিত অনান্য রাজ্যগুলিতে সেই টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে।