ক্রাইম

ইন্দোরে নাবালকের সঙ্গে জোরপূর্বক যৌন সঙ্গম, তরুণীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড আদালতের

নাবালকের সঙ্গে জোরপূর্বক যৌন সঙ্গম। তরুণীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড শোনাল ইন্দোর আদালত। পকসো আইনের অধীনে প্রথমবার কোন মহিলাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ইন্দোরে ১৯ বছরের এক তরুণীর বিরুদ্ধে ১৫ বছরের নাবলককে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড সহ ৩০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে ইন্দোর আদালতের অতিরিক্ত বিচারক। এছাড়াও নির্যাতিত নাবালককে ক্ষতিপূরণ বাবদ ৫০,০০০ টাকা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ২০১৮ সালে নাবালককে অপহরণ করে ওই তরুণী। ছেলেকে খুঁজে না পেয়ে বনগঙ্গা থানায় ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ জানায় মা। হারিয়ে যাওয়া ছেলের খোঁজ শুরু হয়। গুজরাট থেকে উদ্ধার করা গিয়েছে ছেলেটিকে। সেই সঙ্গে আটক করা হয়েছে মেয়েটিকেও। পুলিশের কাছে নির্যাতিত নাবালক জানায়, ঘুরতে নিয়ে যাওয়ার অজুহাতে অভিযুক্তরা তাঁকে গুজরাট নিয়ে যায়। সেখানে গিয়ে একটি কল কারখানায় কাজ করতে বাধ্য করা হয় তাঁকে। তাঁর থেকে ফোন কেড়ে নেওয়া হয়। যাতে বাড়ির সঙ্গে কোনরকম যোগাযোগ করতে না পারে। দিনের পর দিন শারীরিক সম্পর্ক গড়তে তাঁকে বাধ্য করেন অভিযুক্ত তরুণী।