মহাকুম্ভ পুন্যযাত্রার জন্য স্পেশাল ট্রেন চালু হচ্ছে যার নাম ‘ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন’। ১৮ ফেব্রুয়ারি ট্রেন ছাড়ছে কলকাতা স্টেশন থেকে, কলকাতা হয়ে ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, দুমকা, হাসনাবাদ, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর, কিউল, পাটনা-বক্সার-এ ট্রেন দাঁড়াবে। ৬ দিনের যাত্রাপথে দেখা যাবে, প্রয়াগরাজ, বারাণসী, অযোধ্যার জনপ্রিয় তীর্থক্ষেত্র।ট্রেনের মধ্যে এসি ও নন এসি কামরা থাকবে। রেল কর্তৃপক্ষই এসি ও নন এসি হোটেলের ব্যবস্থা করে দেবে৷ ট্রেনের মধ্যে তিনবেলা খাবারের ব্যবস্থা থাকবে। ইকোনোমি ক্লাসের জন্য জনপ্রতি ১৯১০০ টাকা ও স্ট্যান্ডার্ড ক্লাসের জন্য খরচ মাথাপিছু ২৫১০০ টাকা। ১৯ তারিক বারাণসীর আরতি দর্শন, ২০ তারিখ প্রয়াগরাজ, কুম্ভ মেলা দর্শন। ২১ তারিখ বারাণসীতে ফিরে কাশী বিশ্বনাথ দর্শন। ২২ তারিখ অযোধ্যা যাত্রা ৷ ২৩ তারিখ কলকাতা ফিরবে ট্রেন। এই টাকাতেই খাওয়া দাওয়া, যাত্রীদের হোটেলের ব্যবস্থা করছে IRCTC।