কলকাতা

দুর্ঘটনা নয় আত্মহত্যা, বেহালার অগ্নিকাণ্ডে নয়া তথ্য

বেহালার অগ্নিকান্ডে নয়া মোড়। দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মা- মেয়ের মৃত্যু নয় বরং আত্মহত্যা। এমনটাই অনুমান পুলিশের। শনিবার বেহালার পর্ণশ্রীর বনমালী নস্কর রোড অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দুই মহিলার। সম্পর্কে তাঁরা মা মেয়ে। এরপরই তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশের অনুমান দুর্ঘটনা নয় বরং আত্মহত্যা। অবসাদ থেকে আত্মহত্যা করেছেন ওই দুই মহিলা অনুমান পুলিশের।