বিনোদন

আজ শাহরুখ খানের জন্মদিনে ওটিটিতে মুক্তি পেল জাওয়ান

শাহরুখ খানের জন্মদিনে মুক্তি পেল জাওয়ানের এক্সটেন্ডেড কাট ভার্সন। সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত ও কিং খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা জাওয়ান। মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলে একাধিক রেকর্ড ভেঙেছে সিনেমাটি। আর এবা ওটিটিতে মুক্তি পেল সেই সিনেমার এক্সটেন্ডেড কাট। পেক্ষাগৃহে এডিটেট ভার্সনটি দেখা গিয়েছে। আর ওটিটিতে তার থেকেও বাড়তি দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শকরা। আজ থেকে জাওয়ান দেখা যাবে নেটফ্লিক্সে।