জেলা

আজ জগন্নাথ দেবের আবির্ভাব তিথি, শ্রীরামপুরে মাহেশের জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উৎসব

আজ ৪ জুন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে শুরু করে সর্বত্র জৈষ্ঠ্য মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু জগন্নাথ দেবের বিশেষ স্নান উৎসব পালিত হচ্ছে। শাস্ত্র মতে, এই দিনেই আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব। তাঁর আবির্ভাব তিথি উপলক্ষে এই স্নানযাত্রার আয়োজন। হুগলির মাহেশের মন্দিরেও রবিবার প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হয়েছে। জগন্নাথ দেবের স্নানযাত্রার মধ্য দিয়েই শুরু হয়ে গেল রথযাত্রার কাউন্ট-ডাউন। রবিবার জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে হুগলির মাহেশের মন্দিরে ছিল উপচে পড়া ভিড়। দেড় মন দুধ আর আঠাশ ঘড়া গঙ্গা জলে স্নান সারলেন প্রভু জগন্নাথ। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে গেল পবিত্র রথযাত্রার কাউন্ট ডাউন। এবার শ্রীরামপুরে মাহেশের রথযাত্রা ৬২৭ বছরে পা দিতে চলেছে।