দেশ

ওড়িশায় বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার মূল কারণচিহ্নিত করা গিয়েছে, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

 ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দৃশ্য দেখে স্তম্ভিত গোটা দেশ। শুক্রবার সন্ধ্যায় ঘটা সেই দুর্ঘটনা এখনও নাড়া দিচ্ছে দেশবাসীকে। সকলেই রেলের গাফিলতির দিকে আঙুল তুলেছেন। এই দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৮৮ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কবলে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস ও একটি মালগাড়ি।  যুদ্ধকালীন তৎপরতায় লাইন পুনরুদ্ধারের কাজ চলছে। গ্যাস কাটার দিয়ে কেটে সরানো হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত কোচগুলি। এই বিষয়ে আজ রবিবার, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা গিয়েছে। প্রধানমন্ত্রী গতকালই গোটা এলাকা পর্যবেক্ষণ করেছেন। আমরা চেষ্টা করছি আজকের মধ্যে রেললাইনটি ঠিক করার। আমাদের টার্গেট রয়েছে, আগামী বুধবার সকালের মধ্যে পুনরুদ্ধারের কাজ শেষ করে পরিষেবা স্বাভাবিক করা। এই রুটে বহু ট্রেন যাতায়াত করে। ট্রেন চলাচল বন্ধ থাকার জন্য বহু যাত্রী সমস্যায় পড়েছে। মৃতদেহ উদ্ধারের কাজও শেষ।’