বালিগঞ্জ এরপর আবারো দক্ষিণ কলকাতার গড়িয়াহাট থেকে উদ্ধার কোটি টাকার বান্ডিল। মুক্তি ওয়ার্ল্ডের বাইরে একটি গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় নগদ ১ কোটি টাকা। ওই টাকার উৎস কী? তা জানাতে পারেননি গাড়িতে থাকা কেউই। কোনও নথিও দেখাতে পারেননি। এই ঘটনায় এসটিএফের তরফে একটি মামলা দায়ের করা হয়েছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অপরাধ দমন শাখা (ARS)এবং এস টি এফ(STF) এর অফিসাররা গড়িয়াহাট রোডে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি গাড়ি আটক করে। সেই গাড়িতে তল্লাশি চালাতে উদ্ধার হয় একের পর এক টাকার বান্ডিল ওই গাড়ি থেকে মোট চালকসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ আটক টাকা গড়িয়ার থানায় নিয়ে গিয়ে মেশিন মেনে গোনা হয়। মোট এক কোটি টাকা উদ্ধার হয়। ৫০০ টাকার নোটছিল সবই। আটক গাড়িটির নম্বর ডব্লিউ বি ০৮ এল ৬৪৬২। ধৃতদের নাম দুলালমন্ডল (৩২), মুকেশ সারস্বত (২৬), ও জগরাম কি ধনি(৩৯)। ধৃতরা এই বিপুল পরিমাণ টাকা নিয়ে কোথায় যাচ্ছিল তার কোন সদুত্তর দিতে পারেনি। ধৃতদের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ ধারা সহ ৪১ ধারায় গড়িয়াহাট থানায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃত গাড়ি চালকের বাড়ি উত্তর কলকাতার বেলগাছিয়া রোডে। অপর দুই ধৃতদের মধ্যে একজনের বাড়ি যমুনালাল বাজাজ স্ট্রিটে এবং অপর জনের বাড়ি রাজস্থানে।