নটী বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। পরিচালনায় থাকছেন প্রদীপ সরকার। বুধবার হিন্দিতে নটী বিনোদিনীর বায়োপিকের ঘোষণা করা হয়। চিত্রনাট্য লিখেছেন প্রকাশ কাপাড়িয়া। সাংবাদিক বৈঠকে কঙ্গনা বলেন, ‘পরিচালক প্রদীপের বড় ভক্ত আমি। এমন একটি ছবির সুযোগ পেয়ে সত্যিই ভীষণ খুশি। নটী বিনোদিনীর মতো একজন কিংবদন্তি শিল্পীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আনন্দিত।’ ঊনবিংশ শতকের বাংলা মঞ্চের সব থেকে উল্লেখযোগ্য অভিনেত্রী নটী। ১২ বছরের স্বল্প অভিনয় জীবনের মধ্যেই তিনি মঞ্চাভিনয়ে বিপুল সাফল্য অর্জন করেন।প্রথম অভিনয় ছিল ১২ বছর বয়সে মাত্র মাসিক দশ টাকা বেতনে গ্রেট ন্যাশন্যাল থিয়েটারে শত্রুসংহার নাটকে দ্রৌপদীর সখীর ছোট্ট ভূমিকায়। বেঙ্গল থিয়েটারে প্রথম অভিনেত্রী গ্রহণ করা হয় ১৮৭৩ সালে। এর একবছরের মধ্যেই বিনোদিনী সাধারণ রঙ্গালয়ে যোগ দেন। নাচ গানে পারদর্শী বিনোদিনী খুব তাড়াতাড়ি অভিনয়ে দক্ষ হয়ে ওঠেন এবং একজন প্রথম শ্রেনীর অভিনেত্রী হিসাবে খ্যাতি লাভ করেন। ১৮৭৪ থেকে একটানা ১২ বছর তিনি অভিনয় করেছিলেন। এর মধ্যে ৫০টি নাটকে তিনি ৬০টিরও বেশি চরিত্রে অভিনয় করেছিলেন।