দেশ

কর্ণাটকে বিধানসভা ভোটের সকাল থেকেই প্রাথমিক গণনায় এগিয়ে কংগ্রেস, পিছিয়ে বিজেপি

 কর্ণাটক বিধানসভা ভোটের প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছে কংগ্রেস। শনিবার সকাল ৮টা থেকে ৩৬টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত প্রাথমিক গণনায় ২২৪টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ১১৮ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে ৮২টি আসনে। জেডিএস এগিয়ে রয়েছে ১৯টি আসনে। একাধিক বুথ ফেরত সমীক্ষায় আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাবে কর্ণাটকের বিধানসভা ভোটে। শনিবার গণনা শুরু হতে বুথ ফেরত সেই সমীক্ষার প্রতিফলন দেখা যেতে শুরু করল গণনার প্রাথমিক ফলে। ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় ‘ম্যাজিক ফিগার’ ১১৩। প্রাথমিক গণনায় এগিয়ে থাকার ফলে কংগ্রেস কর্মীরা ইতিমধ্যে উচ্ছ্বাসে মেতেছেন। দিল্লিতে দলের সদর দফতরে উচ্ছ্বাস মেতেছেন হাত শিবিরের কর্মীরা। কর্ণাটকে দলের এগিয়ে থাকা বিধায়কদের বেঙ্গালুরুতে চলে আসার নির্দেশ দিল কংগ্রেস নেতৃত্ব৷ বিজেপি-র যাতে দলের জয়ী বিধায়কদের দিকে কোনওভাবে হাত না বাড়াতে পারে তাই এই সতর্কতা কংগ্রেসের।