দেশ

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইডির হাজিরা এড়ালেন কেসিআর কন্যা কবিতা

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় সমন সত্বেও বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে হাজির হলেন না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা। হাজিরার পরিবর্তে দলের এক নেতার মাধ্যমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বেশ কিছু নথিপত্র পাঠিয়ে দিয়েছেন ভার রাষ্ট্রীয় সমিতির নেত্রী। এদিন হাজিরা এড়ানোয় কেসিআর কন্যার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেননি ইডি আধিকারিকরা। দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে ইতিমধ্যেই দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ইডি ও সিবিআই। ওই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতার। গত শনিবারই টানা নয় ঘন্টা ইডি আধিকারিকদের জেরার মুখে পড়েছিলেন তিনি। জেরা শেষে ফের তাঁকে বৃহস্পতিবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।