ভারত এখন আত্মনির্ভর হয়ে উঠছে। বিপদকে আমরা সুযোগে পরিণত করবই। এখনই উপযুক্ত সময় যখন গোটা দেশকে নিজের পায়ে আরও ভালোভাবে দাঁড় করানোর জন্য।আজ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (আইসিসি)-এর৯৫তম বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়াল সমাবেশ করে একথাগুলি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আত্মনির্ভর ভারতের প্রথম পাঠ, পরিবার থেকেই শুরু হয়। ছোট থেকেই সব পরিবারে শিশুদের শেখানো হয়, নিজের পায়ে দাঁড়াও। করোনা সঙ্কট আমাদের শিক্ষা দিয়েছে, করোনা সঙ্কট আমাদের এই আত্মনির্ভর হওয়ার প্রতিজ্ঞা করিয়েছে। ‘আত্মনির্ভর ভারত’-এর অর্থ বিদেশ থেকে সবচেয়ে কম জিনিসপত্র ভারত আমদানি করুক। ভবিষ্যতে যাতে সেই ক্ষেত্রে আমরা আত্মনির্ভর হতে পারি তার চেষ্টা করতে হবে। পাশাপাশি কলকাতাই যে দেশকে নেতৃত্ব দিতে পারে, সে কথাও বণিক সভায় মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলা যা আজ ভাবে, গোটা ভারত আগামীকাল সেকথাই ভাবে, আমরা একথা বরাবর শুনে এসেছি। তাই বাংলাকে এগিয়ে আসতে হবে। উদ্যোগপতিদের এগিয়ে আসতে হবে। আমি মনে করি, কলকাতা তথা পশ্চিমবঙ্গ আবারও দেশকে নেতৃত্ব দিতে পারবে।


