কলকাতার বুকে গত ১০ বছর ধরে কলকাতা পুলশের বিভিন্ন থানায় এসআই বা সাব ইন্সপেক্টর কিংবা পাতি বাংলায় দারোগা পদে নিয়োগ বন্ধ ছিল। ফলে থানা থেকে গোয়েন্দা বিভাগ বেশ অসুবিধার মধ্যেই চলছিল। সাইবার, এসসি-এসটি, দেশদ্রোহিতা, দুর্নীতি দমন আইনের মতো গুটিকয়েক মামলা বাদে প্রায় সব ক্ষেত্রেই এসআই-রা তদন্তকারী অফিসার হিসেবে কাজ করেন। এবার সেই শূন্যস্থান পূরণ করতেই কলকাতা পুলিশের ১৭০ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর(এএসআই)-কে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে প্রোমোশন দিল কলকাতা পুলিশ কর্তৃপক্ষ। এরমধ্যে ১২ জন আবার মহিলা।