তিলোত্তমাবাসীকে মাস্ক পরাতে অভিনব উদ্যোগ নিয়ে কলকাতা পৌরনিগম৷ শুরু হল ‘কলকাতা মাস্ক আপ চ্যালেঞ্জ’৷ আজ মহানাগরিক ফিরহাদ হাকিম এই ইভেন্টের ঘোষণা করেন ৷ রাজ্যের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের মাঝে অসচেতন মানুষদের মাস্ক পরাতে এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে৷ কীভাবে অংশগ্রহণ করা যাবে এই চ্যালেঞ্জে? মেয়র ফিরহাদ হাকিম বলছেন, ‘‘শহরবাসীর মধ্যে মাস্ক না পরার প্রবণতা রয়েছে৷ বারবার সতর্ক করেও কাজ হচ্ছে না৷ তাই সাধারণ মানুষকে মাস্ক পরতে উৎসাহ দেওয়ার জন্য এই নয়া প্রোগ্রাম লঞ্চ করা হল ৷’’ মাস্ক পরে পৌরসভার ফেসবুক পেজে ছবি আপলোড করতে পারেন । এই ইভেন্ট দু’সপ্তাহ পর্যন্ত চলবে । তারপর সেই ছবি সিলেক্ট করবেন মহানাগরিক। বাছাই করা পরিবারগুলিকে পুরস্কৃত করা হবে ৷ এমনকী
মেয়রের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগও পাবেন তাঁরা। ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন, ‘‘রাস্তায় বের হলে সবসময় মাস্ক পরছে, এমন লোককে কলকাতা পুলিশের ক্যামেরায় চিহিত করে পুরস্কার দেওয়া হবে।’’ এদিন মেয়র ফিরহাদ হাকিমকে পাশে বসিয়েই নয়া উদ্যোগ উদ্বোধন করেন মেয়র পারিষদ সন্দীপন সাহা। নতুন এই উদ্যোগ উদ্বোধন করে মেয়র পারিষদ সন্দীপন সাহা জানান, ‘একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে বিগত ২ বছর ধরে যাচ্ছি। বর্তমানে আমরা কোভিডের তৃতীয় ঢেউয়ের মধ্যে রয়েছি। এটা প্রতিষ্ঠিত যে মাস্ক ব্যবহার করলে কোভিড থেকে নিজেকে বাঁচানো যেতে পারে। সেই কথা মাথায় রেখে কলকাতা পুরনিগমের যে অফিশিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে একটি ইভেন্ট পেজ তৈরি করা হয়েছে। সেখানে সপরিবারে কলকাতা নাগরিকরা তাঁদের মাস্ক পড়া ছবি আপলোড করতে পারবেন। দুসপ্তাহ পরে আমরা ১০০টি বেস্ট ছবি সিলেক্ট করব। সেই ছবিগুলি সিলেক্ট করে মাননীয় মহানাগরিকের সঙ্গে আমরা গ্রিট অ্যান্ড মিট সেশনের ব্যবস্থা করব।’