কলকাতা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মেডেল পেল কলকাতা পুলিশের আধিকারিক-রা

তদন্তে বিশেষ কৃতিত্বের জন্য ২০২৩ সালের স্বরাষ্ট্র মন্ত্রকের স্পেশাল অপারেশন মেডেল পেলেন কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (এসটিএফ) ভি সলোমন নেসাকুমার এবং ডিসি (এসটিএফ) হরিকৃষ্ণ পাই। এই মেডেল তাঁরা ছাড়া পাচ্ছেন কলকাতা পুলিশের এসটিএফের ইনসপেক্টর সৌমিত্র বসু, ইনসপেক্টর শ্রীপ্রসন্ন দিকপতি, সার্জেন্ট অম্বুজ সিং, এসআই সুকান্ত দাস, এসআই দেবাশিস রাউত এবং কনস্টেবল আব্দুল মাজিজ শেখ, হেমন্ত মাইতি ও সৌম্যজিৎ দাস।