কলকাতা

শহরবাসীর জন্য ‘প্রণাম’ অ্যাপ এবং হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ

কলকাতা পুলিশের উদ্যোগে শুক্রবার শহরবাসীর সুবিধার্থে নতুন প্রকল্প “প্রণামের” উদ্বোধন হল। এই প্রণাম কল সেন্টার ২৪ঘন্টা মানুষকে সহায়তা দিতে সক্ষম থাকবে। যেকোনো সমস্যা কথা এই কল সেন্টারের মাধ্যমে জানানো যাবে এবং কলকাতা পুলিশের তত্ত্বাবধানে এই কল সেন্টার সহায়তা করবে। প্রণাম হেল্পলাইন নম্বর ৯৪৭৭৯৫৫৫৫৫। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উদ্বোধন করা হয়, ‘প্রণাম’ অ্যাপ ‘র। এই অ্যাপের মাধ্যমে যেকোনো রকমের সমস্যার কথা নাগরিকদের পক্ষ থেকে জানানো যাবে। কলকাতার কমিশনার পুলিশ বিনীত গোয়েল এদিন লালবাজারে এই অ্যাপটির উদ্বোধন করেন। এর আগে কলকাতা পুলিশের তৈরি করা “বন্ধু” থেকেই কলকাতাবাসীকে বিভিন্নভাবে সাহায্য করা হত।যেমন পোস্টমর্টেম রিপোর্ট, থানায় কোন মিসিং ডায়েরি ইত্যাদি। সেই অ্যাপকে আপডেট করে পুনরায় জনগণের সুবিধার্থে আবার সামনে আনা হলো। এর ফলে শহরের নাগরিকরা যেকোনো অসুবিধা বা বিপদের সম্মুখীন হলে তৎক্ষণাৎ প্রণাম কল সেন্টারে যোগাযোগ করলে কলকাতা পুলিশ তৎক্ষণাৎ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে । এমনটাই সাংবাদিক সম্মেলনে জানান, কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল।