দেশ

হিন্ডেনবার্গ তদন্তে সেবিকে ৬ মাস নয়, ৩ মাস সময় দিল সুপ্রিমকোর্ট

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গের অভিযোগের তদন্তে সেবিকে ছয়মাস সময় দিতে নারাজ সুপ্রিমকোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানায়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবিকে বড়জোর তিন মাস সময় দেওয়া যেতে পারে তদন্ত শেষ করার জন্য। এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পার্দিওলার বেঞ্চ বলেন, সেবিকে ছয়মাস সময় দেওয়া যাবে না। তাদের কাজে গতি আনতে হবে। আমরা অগাস্ট মাসের মাঝেমাঝি সময় এই মামলা শুনতে চাই। তার মধ্যে সেবিকে রিপোর্ট দিতে হবে। তাদের অনির্দিষ্টকালের জন্য সময় দেওয়া যাবে না।  সেবিদিন কয়েক আগে সুপ্রিম কোর্টের কাছে তদন্ত শেষ করার জন্য আরও ছয়মাস সময় চেয়ে আবেদন করে। সেবির বক্তব্য বিষয়টি অনেক জটিল। অনেক কাগজপত্র খতিয়ে দেখার ব্যাপার আছে। তদন্ত শেষ করতে অন্তত ছয়মাস সময় লাগবে। এদিন প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, আগামী সোমবার সেবির আবেদনের ব্যাপারে আদালত তার বক্তব্য জানাবে। বেঞ্চ আরও জানিয়েছে, হিন্ডেনবার্গের অভিযোগ নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি এ এন সাপ্র্রের নেতৃত্বে যে তদন্ত কমিটি করা জোয়েছিল তার রিপোর্ট পাওয়া গিয়েছে। এই সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট খতিয়ে দেখা হবে। সোমবার আদালত সেবির আবেদনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানবে।  প্রসঙ্গত, গত ২ মার্চ সুপ্রিম কোর্ট সেবিকে হিন্ডেনবার্গের অভিযোগ নিয়ে তদন্ত করার নির্দেশ দেয়। বলা হয়েছিল, ২ মের মধ্যে তদন্ত শেষ করতে হবে। গত মাসেই সেবি শীর্ষ আদালতকে জানায়, তদন্ত শেষ করতে তারা আরও ছয়মাস সময় চায়।