কলকাতা দেশ ভাইরাল

যোগীর উত্তরপ্রদেশের উন্নয়নের বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি, ‘ডবল ইঞ্জিন মডেল চূড়ান্ত ব্যর্থ’ বিজেপিকে তুলোধোনা অভিষেকের

নামী ইংরেজি দৈনিকে পাতাজোড়া বিজ্ঞাপন উত্তরপ্রদেশ সরকারের ৷ বিরাট ছবিতে আশ্বাসের হাত নাড়ছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তাঁর হাত ধরে উন্নয়নের জোয়ারে উত্তরপ্রদেশ আমূল বদলে গিয়েছে বলে দাবি করে বিজ্ঞাপনে সরকারের স্তুতি ৷ কিন্তু সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরতে যে ছবিটি প্রকাশিত হয়েছে গোল বাধল তা নিয়েই ৷ যোগীরাজ্যের উন্নয়নের বিজ্ঞাপনে বাংলার মুখ্যমন্ত্রীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছবি। যোগী আদিত্যনাথের পায়ের কাছে জ্বলজ্বল করছে কলকাতার মা উড়ালপুলের ছবি। সঙ্গে লেখা, ‘ট্রান্সফরমিং উত্তরপ্রদেশ আন্ডার যোগী আদিত্যনাথ ‘ অর্থাৎ যোগীর নেতৃত্বে কীভাবে বদলে গিয়েছে উত্তরপ্রদেশ, তারই ব্যাখ্যা রয়েছে ওই বিজ্ঞাপনে। আর স্বাভাবিকভাবেই এই ইস্যুতে বিজেপিকে খোঁচা দিতে

ছাড়েননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব। তাঁর কথায়, “বিজেপির সবচেয়ে শক্তঘাঁটি উত্তরপ্রদেশেই মুখ থুবড়ে পড়েছে ডাবল ইঞ্জিন সরকার। এবার সেটা প্রকাশ্যে চলে এল।” অন্যদিকে কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি ব্যবহার নিয়ে তর্ক বিতর্ক জমে উঠেছে নেটমাধ্যমে। বার কেউ মগ্ন ছবির উত্‍স সন্ধানে। তেমনই একটি পোস্টে দু’টি ছবি পাশাপাশি রেখে তুলনা করেছেন এক নেটাগরিক। সেখানে দাবি করা হয়েছে, তৃণমূলের ওয়েবসাইট থেকেই ‘চুরি’ করা হয়েছে ‘মা’ উড়ালপুলের ছবি। যা ‘উত্তরপ্রদেশের উন্নয়নের ছবি’ বলে একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশ পেয়েছে। তৃণমূলের ওয়েবসাইটে গিয়ে ‘কলকাতা বিমানবন্দর’ লিখে সার্চ করলে দেখা যাচ্ছে, ২০১৮ সালের ৩ নভেম্বর প্রকাশিত একটি খবরের লিঙ্কে ব্যবহার করা ‘মা’ উড়ালপুলের মূল ছবিটি। খবরের বিষয় ছিল এই যে, ট্রাফিকে গতি আনতে ফুট ওভারব্রিজ বানাবে কেএমডিএ। উত্তরপ্রদেশে হলুদ ট্যাক্সি চলে না। আবার দেশ-বিদেশে কলকাতার অন্যতম পরিচয় হলুদ অ্যাম্বাসাডর ট্যাক্সি।