কলকাতা

গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় ঝাড়খণ্ডের ৩ বিধায়কের ১০ দিনের সিআইডি হেফাজত

হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় তদন্তভার হাতে নিল সিআইডি ৷ ইতিমধ্যেই ঝাড়খণ্ডের ওই তিন বিধায়ক-সহ তাঁদের দুই সঙ্গীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র ও দুর্নীতি-সহ একাধিক ধারায় মামলা রজু করেছে পুলিশ । রবিবার ধৃতদের হাওড়া আদালতে ধৃতদের পেশ করা হয় ৷ বিচারক তাঁদের 10 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ এদিন ভবানী ভবন থেকে সিআইডি’র একটি বিশেষ দল হাওড়ার পাঁচলা থানায় যায় ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই পাঁচলা থানার পুলিশের কাছ থেকে এই ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি ৷ সিআইডি সূত্রে খবর, গ্রেফতার হওয়া তিন কংগ্রেস বিধায়ক এবং তাঁদের দুই সঙ্গীকে এদিন রাতেই ভবানী ভবনে নিয়ে গিয়ে জেরা করা হবে ৷