নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিস্ফোরক কুন্তল ঘোষ। তাঁর দাবি, তাপস মণ্ডল এবং বিজেপি যোগ রয়েছে। দাবি, ‘পুরোটাই ষড়যন্ত্র’। কুন্তলের এই দাবি ঘিরে রীতিমত ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। শুক্রবার কুন্তল ঘোষ দাবি করেন, এই চক্রান্তে বিজেপির সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে তাপস মণ্ডলের। এদিন তিনি বলেন, কী ভাবে যোগ রয়েছে, তা তিনি সবটাই বলবেন। তবে বিজেপি’র কে কে জড়িত- খবর লেখা পর্যন্ত তা জানা যায়নি। কুন্তলের বক্তব্য, আদালতে আজই তিনি বিস্তারিত তথ্য দেবেন। উল্লেখ্য, বিভিন্ন জেলার ১৫টিরও বেশি বিএড এবং ডিএলএড কলেজ ও ৭টি ট্রাস্টের সঙ্গে কুন্তলের যোগ রয়েছে, এমনটাই দাবি ইডির। নিয়োগ দুর্নীতির তদন্তে কুন্তল এবং তাপসকে মুখোমুখি বসিয়ে জেরাও করা হয়েছে ইতিমধ্যেই। কুন্তলকে জেরার পরে আজ, শুক্রবার আদালতে তদন্ত রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।