জেলা

এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়াল কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়ালের

কামদুনি কাণ্ডের পরেই সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন তিনি। গত কয়েক বছরে ‘লেফট-রাইট’ (কখনও বামপন্থীদের সঙ্গে ঘনিষ্ঠ, কখনও বিজেপির সঙ্গে সখ্যতা) করার দৌলতে বার বার খবরের শিরোনামে থেকেছেন যিনি সেই মৌসুমী কয়ালের নামই এবার জড়াল শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে। বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ সরাসরি অভিযোগ করেছেন, দুর্নীতি কাণ্ডের আর এক হোতা তাপস মণ্ডলের এজেন্ট ছিলেন মৌসুমী কয়াল। কুন্তলের অভিযোগের পরিপ্রেক্ষিতে কামদুনি প্রতিবাদীর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তৃণমূল কংগ্রেসের কট্টর বিরোধী মৌসুমী কয়াল শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডলের মহিষবাথানের অফিসে চাকরি করতেন। দীনদয়াল উপাধ্যায় কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রকল্পের কাজ ছিল। কী যোগ্যতায় তিনি চাকরি পেয়েছিলেন তা পরিস্কার নয়। শিক্ষক নিয়োগের ঘটনায় ‘প্রাক্তন’ বস এর নাম জড়ানোর সঙ্গে সঙ্গেই দুরত্ব বাড়ানোর চেষ্টায় আসরে নামেন মৌসুমী। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ডিগবাজি খেয়ে জানান, নিয়মিত বেতন পেতেন না বলে তাপসের অফিসের চাকরি ছেড়ে দিয়েছিলেন। প্রাক্তন বসকে গ্রেফতারির দাবিও তুলেছিলেন। তৃণমূল কংগ্রেস বিরোধী সংবাদমাধ্যমের দৌলতে প্রতিবাদীর তকমা পাওয়া মৌসুমী কয়ালের বিরুদ্ধেই এদিন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কুন্তল ঘোষ। আদালতে ঢোকার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মৌসুমী কয়াল জানতাম তাপস মণ্ডলের এজেন্ট। কত টাকা তুলেছে জানি না।’ আইনজীবীদের মতে, যেহেতু তাপসের অফিসে দীর্ঘদিন ধরে কাজ করতেন মৌসুমী এবং অনেক অপকর্ম জানতেন  ফলে তাকে অবিলম্বে নিজেদের হেফাজতে নেওয়া উচিত ইডি কিংবা সিবিআইয়ের। জেরা করলে আরও অনেক বিস্ফোরক তথ্য বের হবে।’