গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর ৷ ৯২ বছর বয়সি এই গায়িকার শরীরে ছিল করোনার মৃদু উপসর্গ ৷ কিন্তু উপসর্গ মৃদু হলেও তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে ৷ মাঝে অবশ্য তাঁর ভাইঝি রচনা শাহ জানিয়েছিলেন, চিকিৎসার সাড়া দিচ্ছেন তিনি ৷ কিন্তু রবিবার সকালেই চিকিৎসক প্রতীত সামদানি সংবাদমাধ্যমকে বলেন, “এখনও উনি আইসিইউতেই রয়েছেন ৷ ওঁর চিকিৎসা চলছে ৷’’ তবে জানা গিয়েছে, বর্তমানে তাঁর অবস্থা আরও অবনতি ঘটেছে ৷