জেলা

মদ পাচারে ধৃত নেতার বাড়ি থেকে প্রায় ৪০ লক্ষ টাকার স্পিরিট উদ্ধার

নকল মদ তৈরি করে বিহারে পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শিলিগুড়ির তৃণমূল নেতা বিশ্বজিৎ সরকারকে ৷ এবার তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল মদ তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ কাঁচা স্পিরিট ৷ যার আনুমানিক মূল্য সাড়ে চল্লিশ লক্ষ ৷ শনিবার মাঝ রাতে ধৃত তৃণমূল নেতার বাড়িতে বিধাননগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশের সাহায্যে অভিযান চালায় বিহার পুলিশ ৷ তখনই উদ্ধার হয়েছে ওই বিপুল পরিমাণ স্পিরিট ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে বিধাননগর সহদরগছ এলাকায় তৃণমূল নেতার ওই বাড়ি থেকে ২০০ লিটার করে স্পিরিট বোঝাই ৯০টি ড্রাম উদ্ধার হয়েছে । পাশাপাশি ২৪টি কাঁচের বোতল বোঝাই ৩০টি কার্টুন, একটি প্লাস্টিক জার ছাড়াও ৫০টি খালি ড্রাম পাওয়া গিয়েছে । বাড়ির পিছনে একটি পরিত্যক্ত জায়গায় ওই স্পিরিট লুকিয়ে রাখা হয়েছিল । রাত থেকে বিধাননগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশের তরফে পাহারা বসানো হয়েছে । বাজেয়াপ্ত স্পিরিটের বাজার মূল্য প্রায় সাড়ে ৪০ লক্ষ টাকা হবে বলে মনে করছে পুলিশ । বিধাননগর ২ নম্বর অঞ্চলের প্রাক্তন তৃণমূল সভাপতি বিশ্বজিৎ সরকার । গত ১৯ জুলাই বিহার পুলিশ, শিলিগুড়ি থানার পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে হাকিমপাড়ায় গা ঢাকা দিয়ে থাকা বিশ্বজিৎ সরকারকে গ্রেফতার করে । এরপর তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যায় বিহার পুলিশ ।