দেশ

কোনও গ্যারান্টি ছাড়াই ঋণ, বাড়াল আয়কর জমার সময়সীমা, ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লিঃ গতকাল ‌আত্মনির্ভর প্রকল্পের আওতায় ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সেই প্যাকেজ সংক্রান্ত বিস্তারিত জানাতে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই অর্থ বরাদ্দের মধ্যে থেকে ৩ লক্ষ কোটি টাকা পাচ্ছে ক্ষুদ্র ও ছোটো শিল্পগুলি। এদিন আর্থিক প্যাকেজের বিস্তারিত বিবরণ তুলে ধরতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘তিন লক্ষ কোটি টাকা কুটীর, মধ্যম শিল্পের ক্ষেত্রে সাহায্য করা হয়েছে। এক্ষেত্রে কোনও গ্যারান্টির প্রয়োজন হবে না। এই আর্থিক প্যাকেজে দেশের ক্ষুদ্র ও ছোটো শিল্পের জন্য নানা পদক্ষেপ করা হবে। এক্ষেত্রে ৩ লক্ষ কোটির ঋণ নেওয়ার সুবিধা পাওয়া যাবে। চার বছরের মেয়াদ হবে এই ঋণের। ১২ মাস পর্যন্ত মূলধনে পরিশোধ করতে হবে না।’ পাশাপাশি এদিন এমএসএমই-র সংজ্ঞাও বদলের ঘওষণা করা হয় কেন্দ্রের তরফে। এদিন অর্থমন্ত্রী বলেন, ‘১ কোটির বিনিয়োগ ও ৫ কোটির ব্যবসা করা এমএসএমইকে মাইক্রো, ১০ কোটির বিনিয়োগ ও ৫০ কোটির ব্যবসা করাকে মধ্যম ও ২০ কোটির বিনিয়োগ ১০০ কোটি পর্যন্ত টার্নওভারের সংস্থাকে পুরনো ব্র্যাকেটেই রাখা হচ্ছে। তবে সংস্থাকে বড় করে তোলার চেষ্টা হয়েছে।’অর্থ প্যাকেজ ঘোষণা প্রসঙ্গে এদিন অর্থমন্ত্রী বলেন, ‘নানা মন্ত্রক ও প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই প্যাকেজ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচটি স্তম্ভ অর্থনীতি, জনসংখ্যা, চাহিদা, ব্যবস্থা ও পরিকাঠামোর উপর ভিত্তি করেই আমরা আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে যাব। মূলত ভূমি, শ্রমিক, নগদ অর্থ, ও আইন এই চারটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই প্যাকেজে। ‘মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে আয়কর সংক্রান্ত ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, ‘অর্থবর্ষ ২০১৯-২০ সালের জন্য আয়কর জমার শেষ তারিখ ৩১ জুলাই ২০২০ থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর ২০২০ করে দেওয়া হয়েছে। এবং ট্যাক্স অডিটের ক্ষেত্রে তা ৩০ সেপ্টেম্বর ২০২০ থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর ২০২০ করা হয়েছে।’ বৃহস্পতিবার থেকেই বদলাচ্ছে টিডিএস-এর নিয়ম। মার্চের ২০২১ সাল পর্যন্ত চলতি হারের উপর ২৫ শতাংশ ছাড় টিডিএস-এ। এতে ৫০ হাজার কোটি টাকার সাশ্রয় হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অর্থমন্ত্রী এদিন ঘোষণা করেন, পরবর্তী তিনমাসের জন্য নিয়োগকর্তা ও কর্মীকে ইপিএফ-এ বেতনের ১০ শতাংশ করে দিলেই হবে। সাধারণভাবে বেতনের ১২ শতাংশ করে টাকা দেওয়া নিয়ম রয়েছে।বেতনের ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ ইপিএফ-এ দেওয়া সরকার ধার্য করায় উপকৃত হবেন কর্মী এবং নিয়োগকর্তা উভয়েই। একদিকে কর্মীর যেমন বাড়িতে নিয়ে যাওয়া টাকার পরিমাণ বাড়বে, অন্যদিকে নিয়োগকর্তার অর্থনৈতিক ভারও লাঘব হবে।অর্থমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, সরকারের ইপিএফ-এ দেওয়া সুবিধা আরও ৩ মাসের জন্য বাড়ানো হচ্ছে। এই প্রকল্পে যাঁরা ১৫ হাজার টাকার কম বেতন পান, তাঁদের জন্য সরকার বেতনের ২৪ শতাংশ টাকাই দিয়ে দেবে ইপিএফ-এ। সাধারণভাবে ১২ শতাংশ করে টাকা দিতে হত কর্মী ও নিয়োগ কর্তাকে।

একনজরে দেখে নেওয়া যাক অর্থমন্ত্রীর বক্তব্য-

🔵‌ দেশের বিকাশের লক্ষ্যেই এই প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
🔵 আত্মনির্ভর ভারত গড়তেই এই প্যাকেজ। 
🔵‌ আত্মনির্ভর হওয়া মানেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া নয়। 
🔵 সংস্কারের লক্ষ্যে নেওয়া পদক্ষেপগুলি সফল হয়েছে।
🔵 গরিবদের জন্য নিরলসভাবে কাজ করছে সরকার। 
🔵আত্মনির্ভর বলতে ভারতীয় পণ্য বিশ্ব বাজারে একটি ব্র‌্যান্ড হিসেবে তুলে ধরতে চাইছে কেন্দ্র।
🔵‌ আগামী ৪০ দিনের মধ্যে দেশের তৈরি হবে পিপিআই, মাস্ক, ভেন্টিলেটর।
🔵‌ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৬টি পদক্ষেপ নেওয়া হচ্ছে। 
🔵 কোন গ্যারান্টি ছাড়াই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণের জন্য ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
🔵 ৪ বছরের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঋণ
🔵‌ ১০০ কোটি টাকা লেনদেন হলে তবে মিলবে ঋণ
🔵 এই ঋণে ১ বছরের জন্য সুদ স্থগিত থাকবে।
🔵‌ ৪৫ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ইউনিট উপকৃত হবে। 
🔵‌ এই ঋণে কোনও গ্যারান্টি ফি লাগবে না।
🔵‌ এনপিএ আওতায় পড়া ক্ষুদ্র–মাঝারি শিল্পকেও ঋণ দেওয়া হবে।
🔵 এই খাতে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
🔵‌ এর ফলে উপকৃত হবে ২ লক্ষ ক্ষুদ্রক ও মাঝারি শিল্প।
🔵‌ ঋণগ্রস্ত ক্ষুদ্র–মাঝারি শিল্পের ব্যবসা বৃদ্ধিতে বরাদ্দ।
🔵 ব্যবসা বৃদ্ধি বরাদ্দ ৫০ হাজার কোটি টাকা
🔵 ২০০ কোটি টাকা পর্যন্ত গ্লোবাল টেন্ডার নয়।
🔵 বিদেশি সংস্থার জায়গায় দেশি সংস্থা অংশগ্রহণ করবে।
🔵‌ এর ফলে দেশের ছোট–মাঝারি সংস্থা অংশ নিতে পারবে।
🔵 ১২% নয়, বেসরকারি কর্মীদের বেতন থেকে ১০% ইপিএফ কাটা হবে। তিন মাস ধরে।
🔵এর ফলে বেশি বেতন ইপিএফ গ্রাহকরা।
🔵সরকারি কর্মীদের ক্ষেত্রে ১২% পিএফ কাটা হবে।
🔵 ১৫ হাজারের থেকে কম বেতনের কর্মীদের তিন মাসের ইপিএফ দেবে‌ সরকার।
🔵 কাজ শেষের জন্য সরকারি ঠিকাদারদের আরও ৬ মাস সময় দেওয়া হবে।
🔵‌ অব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ৩০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ।
🔵‌ ৩১ মার্চ পর্যন্ত টিডিএসে ২৫% কম কাটা হবে।
🔵‌ আয়কর জমার সময়সীমা বাড়াল। ৩০ নভেম্বর পর্যন্ত আইটি রিটার্ন দাখিল করা যাবে।