দেশ

পিছিয়ে গেল লোকসভার এথিক্স কমিটির বৈঠক

পিছিয়ে গেল লোকসভার এথিক্স কমিটির বৈঠক। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রশ্নের অভিযোগে নিয়ে আজ, মঙ্গলবার ওই বৈঠক হওয়ার কথা ছিল। সোমবার লোকসভার সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার বসবেন কমিটির সদস্যরা। তবে দিন বদলের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে খসড়া রিপোর্ট আলোচনা ও গ্রহণের জন্য বৈঠক ডাকা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মহুয়ার বক্তব্য শুনেছিল কমটি। কিন্তু  অশালীন প্রশ্ন করার অভিযোগ তুলে মাঝপথেই বৈঠক থেকে বেরিয়ে আসেন তিনি ও বিরোধী সাংসদরা।