রাজ্যের সিদ্ধান্তে সায়
পুরসভার প্রশাসক বোর্ডকে এক মাসের জন্য কাজ করার সুযোগ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা পুরসভায় সদ্য নিযুক্ত প্রশাসক গোষ্ঠী বা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরকে এক মাসের সময় দিল কলকাতা হাই কোর্ট। আগামী এক মাস কেয়ারটেকার হিসেবে পুরসভার কাজকর্ম দেখভাল করবে এই প্রশাসক গোষ্ঠী। বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি ভিত্তিতে বসে আদালত। সন্ধ্যা ৭টার পর শুনানি শুরু হয় বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানিতে যোগ দেন আইনজীবীরা। বুধবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমকে প্রশাসক হিসেবে নিয়োগ করে কলকাতা পুরসভার ‘অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড’ গঠন করে রাজ্য সরকার। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে তড়িঘড়ি মামলা করেন শরদ সিং নামে এক ব্যক্তি।বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জরুরী ভিত্তিতে মামলার শুনানিতে কার্যত রাজ্যের সিদ্ধান্তে সায় দিয়ে ওই নির্দেশ দিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদার। বিচারপতি জানিয়ে দিয়েছেন, এই আপৎকালীন পরিস্থিতিতে জনপরিষেবা সচল রাখতে পুরসভার গুরুত্ব অনেকটাই।