দেশ

মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ল বাড়ি, মৃত ২, উদ্ধার ১৬


মধ্যপ্রদেশ: ভারী বৃষ্টির জেরে মধ্যপ্রদেশের দেওয়াসে ভেঙে পড়ল বাড়ি। মৃত দুই । আহত বেশ কয়েকজন । ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ১৬ জনকে । সূত্রের খবর, এখনও কমপক্ষে ১২জন আটকে রয়েছেন । ঘটনাস্থানে রয়েছে NDRF-এর টিম । পুলিশের প্রাথমিক অনুমান, ভারী বৃষ্টির জেরেই গতকাল দেওয়াসের বাড়িটি ভেঙে পড়ে । গতকাল থেকে শুরু হয় উদ্ধারকাজ । আজ সকালে ২জনের মৃত্যুর খবর সামনে আসে । গত দু-তিন দিন ধরে একনাগাড়ে ভারী বৃষ্টির জেরেই বাড়িটি ভেঙে পড়েছে ।