আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । এবারের পরীক্ষার্থী ৮ লক্ষেরও বেশি। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে ১০ দিন আগে থেকেই। মঙ্গলবার শিক্ষাদফতর জানিয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে দেওয়া হবে অ্যাডমিট কার্ড। আর ১৫ ফেব্রুয়ারি থেকে অ্যাডমিট কার্ড মিলবে স্কুল থেকে। উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি থেকে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হবে। ২৭ ফেব্রুয়ারি ঠিক ছিল ইতিহাস পরীক্ষা হবে। তবে ওই দিন পড়েছে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন। তাই ইতিহাস পরীক্ষার দিন ধার্য হয়েছে আগামী ১ মার্চ। উল্লেখ্য, মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে ন্যূনতম তিনটি সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। একটি ক্যামেরা থাকবে পরীক্ষার্থীরা যে পথ দিয়ে ঢুকবে সেখানে, একটি থাকবে প্রধান শিক্ষকের ঘরে এবং আরেকটি থাকবে যে ঘরে প্রশ্নপত্র থাকবে সেখানে।