জেলা

কালিয়াচকে মাঝগঙ্গায় নৌকাডুবি, চলছে শ্রমিকের খোঁজে তল্লাশি

বর্ষার শুরুতেই গঙ্গায় নৌকাডুবি ৷ মাছ ধরার ছোট নৌকা উল্টে এখনও নিখোঁজ একজন ৷ তাঁকে উদ্ধারের জন্য শুক্রবার সকাল থেকে গঙ্গায় তল্লাশি চালানো হচ্ছে ৷ কিন্তু এখনও তাঁর কোনও সন্ধান মেলেনি ৷ এই ঘটনায় শোরগোল পড়েছে কালিয়াচক ৩ নম্বর ব্লকের শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের পারলালপুর এলাকায় ৷ নিম্নচাপের প্রভাবে তিনদিন ধরে মালদায় শুরু হয়েছে বৃষ্টি ৷ যার জেরে জেলায় ঢুকে পড়েছে বর্ষা ৷ এর মধ্যে বৃহস্পতিবার মাঝরাতে মাছ ধরার ছোট নৌকায় গঙ্গা পেরোতে গিয়ে ঘটেছে বিপত্তি ৷ ওই নৌকাতে মুর্শিদাবাদের ধুলিয়ান ঘাট থেকে পারলালপুর ঘাটের উদ্দেশ্যে রওনা দেন ১৩ জন ৷ কিন্তু মাঝগঙ্গায় উল্টে যায় নৌকাটি ৷ তলিয়ে যান ১৩ জনই ৷ তাঁদের মধ্যে ১২ জনকে উদ্ধার করা গেলেও একজনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ স্থানীয়রা জানিয়েছেন, গতকাল মাঝরাতে বাড়ি ফিরছিলেন কালিয়াচক ৩ নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের বাখরাবাদ চর গ্রামের ১১ জন পরিযায়ী শ্রমিক ৷ তাঁরা সবাই বাঁকুড়ায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন ৷ ট্রেনে ধুলিয়ান গঙ্গা স্টেশনে নেমে পড়েন তাঁরা ৷ গঙ্গা পেরিয়ে তাঁদের গ্রামে ফেরা সহজ ৷ রাত দেড়টা নাগাদ তাঁরা ধুলিয়ান ঘাটে উপস্থিত হন ৷ কিন্তু তখন নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল ৷ সেই সময় একটি মাছ ধরার ছোট নৌকা পারলালপুরের দিকে আসছিল ৷ নৌকায় দু’জন মাঝি ছিলেন ৷ পরিযায়ী শ্রমিকরা তাঁদের কোনওরকমে রাজি করিয়ে নৌকায় চড়ে বসেন ৷ এখন গঙ্গায় ভরা জল ৷ স্রোতও বেড়েছে ৷ মাঝগঙ্গায় সেই ছোট নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মাঝি ৷ উল্টে যায় নৌকাটি ৷ দুই মাঝি সহ ১২ জন সাঁতার কেটে পারলালপুর ঘাটে পৌঁছতে পারলেও একজন জলে তলিয়ে যান ৷ তাঁর নাম জাহাঙ্গির শেখ ৷ বয়স ৩২ বছর ৷ খবর পেয়ে শুক্রবার সকালে পদক্ষেপ করে প্রশাসন ৷ প্রশাসনিক উদ্যোগে সিভিল ডিফেন্সের কর্মীরা তাঁর সন্ধানে স্পিডবোট নিয়ে তল্লাশি চালান ৷ কিন্তু বিকেল ৪টে পর্যন্ত জাহাঙ্গিরের কোনও সন্ধান পাওয়া যায়নি ৷