ভাইরাল

ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ‘ক্লাউন’ ও ‘ইসরায়েলের পুতুল’ বলে কটাক্ষ মলদ্বীপের মন্ত্রীর, সরব বলিউড

 টানাপোড়েনের মধ্যেই মলদ্বীপ সফর বাতিল করার ডাক দিয়েছে ক্ষুব্ধ ভারতীয়রা। মলদ্বীপের এক মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করায়, অনেক ভারতীয়ই মলদ্বীপে ছুটি কাটানোর পরিকল্পনা বাতিল করে দিয়েছেন। নেটপাড়ায় ট্রেন্ড হতে থাকে #BoycottMaldives। মলদ্বীপের মন্ত্রীর মন্তব্যের পরেই লাক্ষাদ্বীপ নিয়ে পোস্ট করতে শুরু করেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান সহ একাধিক বলিউডের তারকারা। অক্ষয় লেখেন, মলদ্বীপের বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ভারতীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও বর্ণবাদী মন্তব্য পাওয়া গেছে। যে দেশ তাদের সবচেয়ে বেশি পর্যটক পাঠায়, সেই দেশকে তারা এই সব বলছে দেখে বিস্মিত হয়েছি। আমরা আমাদের প্রতিবেশীদের জন্য ভাল কিন্তু আমাদের এই ধরনের বিনা প্ররোচনায় ঘৃণা সহ্য করা উচিত? আমি অনেকবার মলদ্বীপে গিয়েছি এবং সব সময় ওই দেশের প্রশংসা করেছি, কিন্তু আগে মর্যাদা। আসুন আমরা #ExploreIndianIslands সিদ্ধান্ত নিই এবং আমাদের নিজস্ব পর্যটনকে সমর্থন করি।  লাক্ষাদ্বীপের ছবি শেয়ার করার পরই টুইটারে মোদিকে নিয়ে অশালীন মন্তব্য করেন মলদ্বীপের মন্ত্রী মারিয়াম শিউনা। যুব ক্ষমতায়ন, তথ্য ও কলা উপমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে ‘ক্লাউন’ এবং ‘ইসরায়েলের পুতুল’ বলে উল্লেখ করেছেন। সেই টুইটের স্ক্রিনশট ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। টুইটি অবশ্য এই মুহূর্তে মুছে ফেলা হয়েছে বলে জানা গেছে। সেই টুইটের সত্যতা যাচাই করেনি বঙ্গ নিউজ । কেউ লেখেন, ‘ফেব্রুয়ারিতে মলদ্বীপে ছুটি কাটানোর পরিকল্পনা করেছিলাম, পরিকল্পনা বাতিল করে দেশেই কোথাও বেড়াতে যাচ্ছি’। এক টুইটার ব্যবহারকারী বলেন, ‘আমার দেশকে যারা ঘৃণা করে, তাদের কাছে আমার টাকা যেতে দেব না’। আরেক ব্যক্তি লেখেন, ‘কয়েক মাস আগে আমি মলদ্বীপ গিয়েছিলাম। আমি যদি না যেতাম ভালো হতো’। এরপরেই নড়েচড়ে বসে মলদ্বীপ সরকার। রবিবার মলদ্বীপ সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘বিদেশি নেতা এবং উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যে সব অবমাননাকর মন্তব্য করা হয়েছে, সেগুলি মলদ্বীপ সরকারের নজরে পড়েছে। ওইসব মত ব্যক্তিগত। সেগুলির মাধ্যমে মলদ্বীপ সরকারের অবস্থান প্রতিফলিত হয় না। তাছাড়া যাঁরা এরকম অবমাননাকর মন্তব্য করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দু’বার ভাববে না সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’ 

মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মারিয়াম শিউনার কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন।মলদ্বীপের অর্থনীতি পর্যটনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল যেখানে ভারতীয়রা প্রতি বছর একটি উল্লেখযোগ্য অবদান রাখে।