প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষাক্ত সাপে র সঙ্গে তুলনার পর সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি ৷ ঘটনার প্রাথমিক প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ স্পষ্টতই জানান কংগ্রেসের অন্দরের ঘৃণা বেরিয়ে আসছে ৷ এমনকী চাপের মুখে খাড়গে নিজের মন্তব্যের জেরে ক্ষমা চেয়ে নেওয়ার পরও বিজেপির আক্রমণ থামেনি ৷ কার্যত এই ইস্যুতেই দিনভর উত্তপ্ত থাকল দেশীয় রাজনীতি ৷কর্ণাটক ভোট যত এগিয়ে আসছে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ ৷ সকাল গড়িয়ে রাত হয়ে গেলেও এক মন্তব্যের জেরে কার্যত কোণঠাসা কংগ্রেস ৷ বৃহস্পতিবার সকালেই কর্ণাটকের এক জনসভা থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে বিষধর সাপের সঙ্গে তুলনা করে বসেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ এরপরই একের পর এক বিজেপি কেন্দ্রীয় নেতা কংগ্রেসকে তীব্র আক্রমণ করতে থাকেন ৷ শেষে অবশ্য রণে ভঙ্গ দিয়ে খাড়গে ভুল শুধরে নেন ৷ ঘুরিয়ে তিনি দাবি করেন আসলে মোদিকে নয় বরং বিজেপির আদর্শের সঙ্গে বিষাক্ত সাপের তুলনা করতে চেয়েছেন তিনি ৷ তাতে অবশ্য চিঁড়ে ভেজেনি ৷ পালটা কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন কংগ্রেসের হতাশা যত বাড়ছে মোদির প্রতি তাঁদের কটূব্যবহার বাড়ছে। এদিন কর্ণাটকে কালবুর্গির জনসভায় খাড়গে বলেন প্রধানমন্ত্রী মোদি হলেন বিষাক্ত সাপের মতো। আপনি হয়তো ভাববেন এই সাপে কি বিষ আছে কিন্তু একবারও সাপটিকে চেটে ফেললে মৃত্যু অবধারিত। খাড়গের এই মন্তব্যের পরই স্বাভাবিকভাবেই কংগ্রেসের উপর ঝাপিয়ে পড়েছে বিজেপি ৷ আইনমন্ত্রী কিরেণ রিজিজু টুইটারে কংগ্রেসকে কটাক্ষ করে লিখেছেন কংগ্রেসের এই বিষাক্ত মানসিকতার জন্য মানুষকে সজাগ থাকতে হবে। এই দেশের মানুষ মোদিজিকে তাঁদের নেতা হিসাবে বিশ্বাস করে ৷ বিজেপি নেতা অমিত মালব্য খাড়গের বক্তব্যের ভিডিয়োটি টুইট করে লিখেছেন এখন কংগ্রেস সভাপতি খাড়গে প্রধানমন্ত্রী মোদিকে বিষাক্ত সাপ বলছেন যা শুরু হয়েছিল সোনিয়া গান্ধির মৌত কা সওদাগর দিয়ে ৷ তবে আমরা নিশ্চিত এসবের ফলে কংগ্রেস আরও নীচে নেমে যাচ্ছে। এই হতাশাতেই স্পষ্ট কর্ণাটকে কংগ্রেস জমি হারিয়েছে।